শিশুদের জন্য ফেসবুক মেসেঞ্জারের বিশেষ সংস্করণ ‘মেসেঞ্জার কিডস’ অ্যাপে নতুন আপডেট প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। দেখতে অনেকটা সাধারণ মেসেঞ্জারের মতোই করা হয়েছে অ্যাপটিকে। আর এর মাধ্যমে শিশুরা তাদের বন্ধু ও পরিবারের সাথে সহজেই যোগাযোগ করতে পারবে বলে মনে করছে ফেসবুক। খবর টেকক্রাঞ্চ।
মঙ্গলবার উন্মুক্ত হওয়া আপডেটে, নেভিগেশন এবং কাস্টম চ্যাট বাবল কালার যুক্ত করা হয়েছে। যুক্ত হয়েছে মিডিয়া ও মেসেজ প্রিভিউ। ফলে শিশুরা সহজেই তাদের আলাপচারিতার আপডেট দেখতে পাবে।
সাধারণ মেসেঞ্জারে যেখানে উপর-নিচ লিস্ট আকারে চ্যাট প্রদর্শিত হয় সেখানে নতুন মেসেঞ্জার কিডসে রঙিন ব্লকে দেখানো হবে। নতুন কোনো মেসেজ আসরে ফ্ল্যাশ আকারে দেখাবে এটি। আর পাঠ না করা মেসেজগুলো ইনবক্সের উপরের দিকে দেখাবে।
স্ক্রিণের নিচের দিকে চ্যাট এবং এক্সপ্লোর নেভিগেশন ট্যাব যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই চ্যাটিংয়ের পাশাপাশি ইন-অ্যাপ কার্যক্রম যেমন গেমস খেলতে পারবে।
Leave a Reply