মহামারি করোনার কারণে ২০২০ সাল ছিল প্রায় সবার জন্যই আতঙ্কের, শোকের ও বিষাদের। কিন্তু স্মৃতিতে বছরটি রঙিন হয়ে থাকছে বলিউড ত্যাগ করা অভিনেত্রী সানা খান ও তার মাওলানা স্বামী মুফতি সাঈদ আনাসের কাছে। গেল বছরেই তারা একে অপরের দেখা পান, বিয়েও করেন। এ ঘটনায় বলিউড ছাপিয়ে সর্বত্র আলোচনায় উঠে আসেন সানা ও আনাস। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রায়ই ভাইরাল তারা, সেই সুবাদে তাদের ফলোয়ারও বাড়ছে দিনদিন। ইংরেজি নববর্ষ উপলক্ষে মুফতি আনাস সানার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, সে সুন্দরী স্ত্রী নয় যে তোমার প্রাণ জুড়ায় বরং প্রকৃত সুন্দরী স্ত্রী সে-ই যে তোমাকে জান্নাতের কাছে পৌঁছে দেয়। সানাকে আমার স্ত্রী বানিয়ে আল্লাহ দয়া করেছেন।
Leave a Reply