এখন থেকে আর বাজারে আসবেনা আইফোন ৮ এবং ৮ প্লাস। কমদামি আইফোন এসই ২০২০ আনার পরই এই ঘোষণা দিলো অ্যাপল।
তবে যেসব রিটেইল স্টোরে এখনো যে আইফোন ৮ ও ৮ প্লাস মজুদ আছে শুধু তারাই বিক্রি করবে।পাশপাশি অ্যাপলের কাছে যে মজুদ আছে সেটি তারা রিটেইল শপগুলোতে সরবরাহ করবে। তবে নতুন করে আর কোনো উৎপাদন হবে না।
২০১৭ সালের সেপ্টেম্বরে অ্যাপল তাদের আইফোন ৮ এবং ৮ প্লাস বাজারে ছাড়ে। সেসময় আইফোন টেন নামের একটি বিশেষ সংস্করণও আনা হয়।
আইফোন ৮-এর আদলে নতুন ‘আইফোন এসই ২০২০’ মডেলের দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার (৬৪ গিগাবাইট স্টোরেজ)। ৪.৭ ইঞ্চি পর্দার সেটটিতে হোম বাটন রাখা হয়েছে। এর মাধ্যমে টাচ আইডি কাজ করবে।কালো, সাদা ও লাল; এই তিন রঙে পাওয়া যাবে আইফোন এসই (২০২০)।
তবে খরচ বাড়ালে ব্যবহারকারীরা চাইলে এই মডেলের আরো বেশি স্টোরেজের ভ্যারিয়েন্ট কিনতে পারবেন। ১২৮ গিগাবাইট স্টোরেজের হ্যান্ডসেটের দাম পড়বে ৪৪৯ ডলার, আর ২৫৬ গিগাবাইটের ক্ষেত্রে ৫৪৯ ডলার।
১৭ এপ্রিল থেকে অনলাইনে সেটটির প্রি-অর্ডার করা যাবে। আর ২৪ এপ্রিলের পর থেকে ডেলিভারি করা হবে
Leave a Reply