সুনামগঞ্জের দোয়ারাবাজারে চল্লিশোর্ধ এক মহিলার শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সৌদি প্রবাসী মাহবুবুল আলমের স্ত্রী। করোনা শনাক্ত হওয়ার পর থেকে আপাতত ওই মহিলার বাড়িসহ চারপাশের ১২টি বাড়ি লকডাউন করাসহ পুরো গ্রামবাসীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। রোববার বিকেলে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামছুদ্দিন ও দোয়ারাবাজার উপলো নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত ওই মহিলার সৌদি ফেরত
প্রবাসী স্বামী মাহবুবুল আলম গত ৫ মার্চ বাড়ি এসে ১৪ দিন হোম কায়ারেন্টিনে
ছিলেন বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম।
জেলা প্রশাসক
মোহাম্মদ আব্দুল আহাদ জানান, চন্ডিপুর গ্রাম লকডাউন করার নির্দেশ দেওয়া
হয়েছে। করোনা শনাক্ত ওই নারীকে আইসোলেসনে নিতে এবং তার পরিবারের অন্য
সদস্যরা করোনা আক্রান্ত কিনা যাচাই করতে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
সিভিল
সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. তাজুল ইসলাম জানান, ইতোমধ্যে দোয়ারাবাজার
থেকে ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
এদিকে,
জ্বর শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার ওই উপজেলার বক্তারপুর গ্রামে আব্দুস সালাম
নামে এক ইটভাটা শ্রমিক মারা গেলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য
সিলেটে কিট পাঠানো হয়েছে ।
Leave a Reply