দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করল অনর (Honor)। নতুন ম্যাজিকবুক ১৪( MagicBook 14) ও ম্যাজিকবুক১৫ (MagicBook 15) -এ থাকছে এএমডি রাইজেন ৫ (AMD Ryzen 5) প্রসেসর, ৬৫ওয়াট (65W) ফাস্ট চার্জিং, ফুল ভিউ ডিসপ্লে। হালকা-পাতলা এই দুই ল্যাপটপে উইন্ডোজ (Windows 10) অপারেটিং সিস্টেম চলবে। নতুন ল্যাপটপে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পপ-আপ ওয়েব ক্যামেরা থাকছে।
Honor MagicBook 14 ও MagicBook 15 -এর দাম শুরু হচ্ছে ৫৯৯ ইউরো (প্রায় ৬০,০০০ টাকা) থেকে। বেজ ভেরিয়েন্টে থাকছে ৮ জিবি র্যাম (8GB RAM) ও ২৫৬ এসএসডি (256GB SSD) স্টোরেজ। আপাতত ইউরোপের বিভিন্ন দেশে এই ল্যাপটপ বিক্রি শুরু হবে। যদিও বাংলাদেশে কবে এই দুই ল্যাপটপ আসবে জানায়নি চিনের কোম্পানিটি।
MagicBook 14 -এ থাকছে একটি 14 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। এই ল্যাপটপের ভিতরে রয়েছে AMD Ryzen 5 3500U প্রসেসর, Radeon Vega 8 GPU, 8GB DDR4 ডুয়াল চ্যানেল RAM ও 256GB SSD স্টোরেজ। প্রসেসর ঠাণ্ডা রাখার জন্য এই ল্যাপটপে বিশেষ ফ্যান ডিজাইন ব্যবহার হয়েছে।
15.9 মিমি পাতলা নতুন MagicBook 14 -এ ডায়মন্ড কাট এজ থাকছে। ল্যাপটপের ভিতরে রয়েছে 56Whr লিথিয়াম আয়ন ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 10 ঘণ্টা চলবে এই ল্যাপটপ। USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ হবে MagicBook 14। থাকছে 65W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 30 মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি 46 শতাংশ চার্জ হবে। থাকছে একটি পপ-আপ ওয়েব ক্যামেরা।
এই ল্যাপটপে রয়েছে একটি USB 2.0, USB 3.0, HDMI, USB Type-C ও 3.5 মিমি অডিও পোর্ট। MagicBook 14 এর ওজন 1.38 কিলোগ্রাম।
MagicBook 15 ও MagicBook 14 -এ একই ডিজাইন ব্যবহার হয়েছে। তবে MagicBook 15 -এ একটি 15.6 ইঞ্চি ডিসপ্লে থাকছে। USB Type-C 65W ফাস্ট চার্জিং ব্যবহার করে মাত্র 30 মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি 53 শতাংশ চার্জ হবে। ল্যাপটপের ভিতরে রয়েছে AMD Ryzen 5 3500U প্রসেসর, Radeon Vega 8 GPU, 8GB DDR4 ডুয়াল চ্যানেল RAM ও 256GB SSD স্টোরেজ। এই ল্যাপটপেও একই পপ-আপ ওয়েব ক্যামেরা থাকছে।
Leave a Reply