২০০ বিলিয়ন ডলার হারিয়ে বৈদ্যুতিক গাড়ীর জন্য বিখ্যাত কোম্পানি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক পৃথিবীর ইতিহাসে নাম লেখালেন অন্যভাবে। তিনিই ইতিহাসের প্রথম ব্যাক্তি যিনি এক ধাক্কায় এত বিপুল পরিমান অর্থের লোকসান গুনলেন। আর এসব কিছুই ঘটেছে সাম্প্রতিক তার খেপাটে কিছু সিদ্ধান্তের কারনে।
মার্কিন বাণিজ্যিক দৈনিক ব্লুমবার্গের মতে, এই বিপুল অর্থ হারানোর পেছনে যে অনুঘটকটি কাজ করেছে তা হলো তার সাম্প্রতিক সময়ে টুইটার অধিগ্রহণ ও এর পেছনে ব্যয় করা বিপুল পরিমান সময়। পত্রিকাটির মতে, টুইটার অধিগ্রহণ করতে গিয়ে মাস্ক প্রায় ১৩৭ বিলিয়ন ডলার খরচ করেছেন যা তাকে এক ধাক্কায় ফরাসী ধনী কসমেটিকস নির্মাতা বার্নাড আর্নল্ড এর পেছনে নিয়ে গেছে। এছাড়াও এই অধিগ্রহণ করতে গিয়ে তাকে টেসলারো প্রায় ২৩ শতাংশ শেয়ার বিক্রি করতে হয় যেটিও ইলনের এই পেছনে নিয়ে যাওয়ার কারন হিসেবে চিহ্নিত করছে দৈনিকটি।
এছাড়াও ইলন মাস্কের টুইটার অধিগ্রহনের পর তেমন ব্যবসা করতে পারেনি মাইক্রো ব্লগিং সাইটটি। অধিগ্রহণের পর নানা ঝামেলার কারনে বিজ্ঞাপন প্রদান থেকে সরে এসেছে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে আর্থিক ক্ষতির মুখে পরে টুইটার। সম্প্রতি টুইটারে এক জরিপের মতে ৫৮% ব্যবহারকারী মত দিয়েছেন ইলন মাস্কের উচিত টুইটার থেকে সরে আসা।
তবে এই কারণগুলোকে উড়িয়ে দিয়েছেন ইলন মাস্ক। তার এই ধ্বসের পেছনের কারন হিসেবে দুষছেন ডিসেম্বরের ১৬ তারিখ এক টুইটারে তিনি বলেন, ফেডারেল রিজার্ভের উচ্চ সুদ হারের জন্যই এই দশা তার। তিনি বলেন আমরা তো ফেডারেল রিজার্ভ কন্ট্রোল করিনা কিন্তু তাদের এই উচ্চ সুদ হারের জন্য আজকে আমার এই পরিস্থিতি।
Leave a Reply