পাংশা পৌরসভা নির্বাচন: উৎসব মুখর পরিবেশ চলছে ভোট ভিন্ন দুই সমীকরণে রাতে মাঠে নামছে ম্যানসিটি ও ম্যানইউ এইচএসসিতে চট্টগ্রামে জিপিএ-৫ পেল ১২,১৪৩ শিক্ষার্থী মার্কিন ক্যাপিটল ভবনে হামলার ঘটনা নিয়ে ডিসকোভারির তথ্যচিত্র ভালোবাসা দিবসে নিউইয়র্কের রেস্টুরেন্ট খুলবে মেসিকে বিক্রি না করে ভুল করেছে বার্সা: রিভালদো করোনা সংকট মোকাবিলায় বিশ্বকে এক হওয়ার আহ্বান বাংলাদেশের নলছিটি পৌরসভা নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী ছাড়া মাঠে নেই কোনও প্রার্থী মণিরামপুরে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে ভোটাররা এইচএসসিতে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৬৮ পাংশা পৌরসভা নির্বাচন: উৎসব মুখর পরিবেশ চলছে ভোট ভিন্ন দুই সমীকরণে রাতে মাঠে নামছে ম্যানসিটি ও ম্যানইউএইচএসসিতে চট্টগ্রামে জিপিএ-৫ পেল ১২,১৪৩ শিক্ষার্থীমার্কিন ক্যাপিটল ভবনে হামলার ঘটনা নিয়ে ডিসকোভারির তথ্যচিত্রভালোবাসা দিবসে নিউইয়র্কের রেস্টুরেন্ট খুলবে মেসিকে বিক্রি না করে ভুল করেছে বার্সা: রিভালদোকরোনা সংকট মোকাবিলায় বিশ্বকে এক হওয়ার আহ্বান বাংলাদেশের নলছিটি পৌরসভা নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী ছাড়া মাঠে নেই কোনও প্রার্থী মণিরামপুরে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে ভোটাররাএইচএসসিতে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৬৮ হোম আজকের পত্রিকা পেছনের পৃষ্ঠা ভাসমান বেডে পিঁয়াজ চাষ প্রকাশ : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা আপলোড : ২৯ জানুয়ারি, ২০২১ ২৩:৪৪ প্রিন্ট ভার্সন প্রিন্ট করুন printer কৃষি ভাসমান বেডে পিঁয়াজ চাষ সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে) ভাসমান বেডে পিঁয়াজ চাষ কিশোরগঞ্জে প্রথমবারের মতো ভাসমান বেডে পিঁয়াজ চাষ শুরু হয়েছে। জেলা কৃষি গবেষণা বিভাগ সদর উপজেলার গাইটালে নরসুন্দা নদীর ওপর বেড স্থাপন করে পিঁয়াজ চাষ শুরু করেছে। কৃষি গবেষণা বিভাগ সূত্রে জানা গেছে, এটি বারি পিঁয়াজ-৪ ও শীতকালীন জাত। এর কন্দের আকার লম্বাটে, বোঁটা মাঝারি চিকন ও বড় আকৃতির, গাঢ় লালচে বর্ণের এবং মধ্যম ঝাঁজযুক্ত। গাছের গড় উচ্চতা ৫৫-৬৫ সেন্টিমিটার এবং প্রতিটি গাছে ১০-১২টি পাতা হয়। প্রতিটি কন্দের ওজন প্রায় ৩০-৫০ গ্রাম, কন্দের ব্যাস ৪-৬ সেন্টিমিটার বা ততোধিক হতে পারে। এ পিঁয়াজ বপনের সময় অর্থাৎ বীজ/কন্দ রোপণ করা হয় মধ্য কার্তিক-মধ্য অগ্রহায়ণে (নভেম্বর)। আর উত্তোলনের সময় চৈত্র (মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল)। প্রতি হেক্টরে বীজ লাগবে ৪-৫ কেজি আর চারা বা কন্দ লাগবে ৮-১০ লাখ। এ পিঁয়াজের ফলন প্রতি হেক্টরে ১৭-২২ মেট্রিক টন। বপন/রোপণের সময় এক সারি থেকে অন্য সারির দূরত্ব হবে ১২-১৫ সেন্টিমিটার এবং প্রতি চারার দূরত্ব ৬.০-৭.৫ সেন্টিমিটার। কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন জানান, ভাসমান মাত্র একটি বেডে পরীক্ষামূলক পিঁয়াজ করা হয়েছে। বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে অত্যন্ত সফলভাবে ভাসমান বেডে মসলা ফসল বিশেষভাবে পিঁয়াজ চাষ করা সম্ভব। কৃষকের চাহিদা মেটানোর জন্য যেসব এলাকায় সারা বছর পানি ও কচুরিপানা থাকে সেসব এলাকায় বেড স্থাপন করে পিঁয়াজ উৎপাদন সম্ভব। এর ফলে বিদেশ থেকে আমদানি কমিয়ে সরকারি অর্থ বাঁচানো যাবে।
Leave a Reply