ঘনকুয়াশা আর ঠাণ্ডা বাতাস বইছে উত্তরাঞ্চলে। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস।উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ইনডিপেনডেন্টের প্রতিনিধিরা জানিয়েছেন, মৃদু শৈত্য প্রবাহে স্থবির হয়ে পড়েছে জন-জীবন। সড়ক-মহাসড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। দক্ষিণাঞ্চলের কোন কোন জায়গাতেও সকাল পর্যন্ত থাকছে কুয়াশা। এতে সবচে বিপাকে পড়েছে কৃষকরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে বোরো চাষ করতে হচ্ছে চাষীদের।এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে নয়টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।রংপুরের স্থানীয় আবহাওয়া অফিস আশঙ্কা করছে, জানুয়ারি শেষ দুইদিন তাপমাত্রা আরো কমে যাবে।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত বুধবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার এই শৈত্যপ্রবাহ আরও নতুন এলাকায় ছড়ায়। সারা দেশে গড় তাপমাত্রা স্থানভেদে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।
Leave a Reply