পটুয়াখালীর দশমিনা উপজেলা ও সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদলের একাংশ। বৃহষ্পতিবার (৩১ ডিস্মেবর) সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের চরহোসনাবাদ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সদরের চেয়ারম্যানে মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আবুল বশার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো: হাসান দশমিনা সরকারী ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক কিবরিয়া আহমেদ করিম প্রমূখ। বক্তারা ১১ বছর ঢাকায় অবস্থানকারী ও বিবাহিত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানভির আহমেদ রিডেন সহ ৭ জন বিবাহিত যুগ্ম আহ্বায়কের কমিটি বাতিলের দাবী জানান। এর আগে সোমবার দশমিনা প্রেসক্লাবে বিবাহিত ও অছাত্রদের আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন ও ঝাড়ু মিছিল করেছিল উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের একাংশ
Leave a Reply