লাইট’ মডেলের স্মার্টফোন নিয়ে আবারও বাংলাদেশের বাজারে প্রবেশ করলো মটোরোলা। ১১.১১ ইয়ার এন্ড সেল উপলক্ষে শুধু ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে পাওয়া যাবে ‘মটো জি৮ পাওয়ার লাইট’ মডেলের স্মার্টফোনটি।
আগামী ১১ নভেম্বর রাত ৯টায় দারাজে ফোনটি বিক্রি শুরু হবে। তবে স্থানীয় বাজারে ফোনটির দাম কত হবে তা ৯ নভেম্বর ঘোষণা করা হবে।
মটোরোলার লাইফস্টাইল পণ্য যেমন, ব্যক্তিগত অডিও ডিভাইস ইতোমধ্যে অনলাইন বা দেশব্যাপী রিটেইল চ্যানেলের মাধ্যমে বাজারজাত করছে সেলেক্সট্রা লিমিটেড।
মটোরোলা মোবিলিটির সার্কভুক্ত দেশের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত মানি বলেন, ‘আমরা আবারও বাংলাদেশের বাজারে প্রবেশ করতে যাচ্ছি, ‘মটো জি৮ পাওয়ার লাইট’ মডেলের স্মার্টফোনটি দিয়ে।’
মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘মটো জি৮ পাওয়ার লাইট’ মডেলের স্মার্টফোনটি বিশ্ববাজারে অত্যন্ত সফল। এমনকি এই ফোনটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও খুব জনপ্রিয়, সেদেশের ই-কমার্স সাইট ফ্লিপকার্টের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন এটি। ’
Leave a Reply