মিথিলার সাবেক স্বামী অভিনেতা ও গায়ক তাহসান খানকে শুভেচ্ছা জানিয়েছেন টালিউড নির্মাতা সৃজিত মুখার্জি। বাবা দিবস উপলক্ষে তাহসানকে এ শুভেচ্ছা জানান মিথিলার বর্তমান স্বামী সৃজিত।
শনিবার দিবাগত রাতে রাফিয়াথ রশীদ মিথিলা তার টুইটার অ্যাকাউন্টে মেয়ে আইরার সঙ্গে সৃজিতের বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘হ্যাপি ফাদারস ডে আইরার আব্বু।’
আর মিথিলার টুইটটি শেয়ার করে রোববার (২১ জুন) সকালে তাহসানকে শুভেচ্ছা জানান সৃজিত।
ক্যাপশনে সৃজিত লেখেন, ‘ধন্যবাদ আইরার আম্মু। তাহসানকেও বাবা দিবসের শুভেচ্ছা। আমাদেরকে এমন একটি অ্যাঞ্জেল (আইরা) উপহার দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।’
তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। সৃজিতকে বাবা দিবসের শুভেচ্ছা জানানোয় অনেকেই মিথিলার সমালোচনা করেছেন। তার কড়া জবাব দিয়ে মিথিলা লিখেছেন, জন্ম দিলেই যে বাপ হওয়া যায় সেটাই বা কে বলেছে? নিজের মানসিক বিকৃতি সবার মাঝে ছড়ানো বন্ধ করুন! আপনার নিজের বাবাকে উইশ করুন এবং দুনিয়ার বাকী মা-বাবা দের শান্তিতে থাকতে দিন।
Leave a Reply