লকডাউনের মধ্যেও নিজের প্রতিভা ও সুরের জাদুতে মাতিয়ে রাখতে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে এলেন সুরের জাদুকর হাবিব।
এবার ‘প্রেমের খেলা’ নামে নতুন গান-ভিডিও প্রকাশ করলেন শ্রোতাপ্রিয় এ গায়ক। মন ভাঙিলে কান্দিস না রে মন, মন পাখিরে বোঝাবি তুই কী এখন, কত ছলনা দেখলি রে মন, আর কোনো দিনও দুঃখ নেবো না এমন, যার লাগিয়া করলি জীবন ভর, সেই মানুষ না হয় যদি পর, প্রেমের খেলা খেলতে কী মনে লয়, এক জীবনে এতো কান্দন কী সয়- লোক শব্দের এ গানের কথা লিখেছেন আলী বাকের জিকো। গাওয়ার পাশাপাশি সুর-সংগীত যথারীতি হাবিবেরই।
বৃহস্পতিবার (১১ জুন) এইচ ডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন হাবিব। ভিডিওতে নিজেই পারফর্ম করেছেন তিনি। গানটির ভিডিও নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন মীর শরিফুল করিম শ্রাবণ।
Leave a Reply