ঘরে বসে নিরাপদে অনলাইন শপিংয়ের জন্য আবারো ‘সেভ অ্যান্ড সেভ’ অফার চালু করলো বিশ্বের শীর্ষস্থানীয় পেমেন্ট টেকনোলজি নেটওয়ার্ক ভিসা ও দেশীয় পেমেন্ট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান এসএসএল কমার্জ। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা একাধিক পার্টনার ই-কমার্স ওয়েবসাইটে পেমেন্টের ক্ষেত্রে ভিসা কার্ড সেভ করে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত সেভিংস করতে পারবেন।
বুধবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোম্পানিটি। বর্তমানে বাংলাদেশ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করছে, এটি একটি বৈশ্বিক সংকট। এই অবস্থায় ক্রেতাদেরকে অনলাইনে শপিং এবং পেমেন্টের সুযোগ করে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মার্চেন্টের কাছে কার্ড সেভ করে প্রথম দুটি ট্রানজেকশনের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত সেভিংস করার অফারটি পাওয়া যাবে।
তবে ২৪ মার্চের আগে যারা ভিসা কার্ড সেভ করেছেন তাদের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে না।
ক্যাম্পেইনের আওতায় শর্ত সাপেক্ষে বিডি শপ থেকে ২০%* ছাড়, সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, ডেসকো মোবাইল অ্যাপে বিল পেমেন্টে ১০%* ক্যাশব্যাক, সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত, ডায়েবেটিসস্টোর থেকে ২০%* ছাড়, সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত, ইজি ডটকম ডটবিডি থেকে মোবাইল রিচার্জে ২০%* বোনাস, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত, ইঅরেঞ্জ থেকে ২০%* ছাড়, সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, ইভ্যালি থেকে ২০%* ছাড়, সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত, গিয়ারস বিডি থেকে ২০%* ছাড়, সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, হইচই থেকে ফ্ল্যাট ১০%* ছাড়, মিনাক্লিক থেকে ১০%* ছাড়, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত,পারমিদা থেকে ১৫%* ছাড়, সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, স্যামবিডি থেকে ১৫%* ছাড়, সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত, স্বাদমার্ট থেকে ১৫%* ছাড়, সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।
Leave a Reply