এবার বর্ষার মৌসুমের আগেই প্রতিনিয়ত বৃষ্টি শুরু হয়েছে। তাই ডেঙ্গুর প্রকোপ বর্ষার মৌসুমে শুরু হয় বলা হলেও বেড়ে গিয়েছে মশা এর সংখ্যা । তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাচতে আগেভাগেই শুরু হয়েছে পুরান ঢাকার যুবকদের এক অনন্য উদ্যোগ।
শুক্রবার (৮ মে) পুরান ঢাকার চকবাজার মডেল থানার আওতাধীন ২৮ নং ওয়ার্ডের খাজে দেওয়ান ২য় লেন এলাকায় গিয়ে সরজমিনে দেখা যায় একদল যুবক বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে বালতি, জগ, পানির পাইপ দিয়ে সমস্ত এলাকার রাস্তা ধুয়ে পরিষ্কার করছে এবং জীবাণুনাশক ঔষধ ও ব্লিচিং পাউডার মিশ্রিত পানি রাস্তাসহ এলাকার সকল ড্রেনে দিয়ে মশার লার্ভা ধ্বংসের কার্যক্রম চালাচ্ছেন।
আরো জানা যায়, এলাকা ভিত্তিক সামাজিক সংগঠন খাজে দেওয়ান ২য় লেন যুব সংঘ-এর উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্যোক্তাদের মধ্যে থেকে আকবর হোসেন হিমেলের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমরা সব সময় যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করি আর এই জন্য আমাদের এলাকা খুব সুরক্ষিত। আমরা এখন থেকেই পদক্ষেপ নিয়েছি যেন এলাকাবাসি ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকতে পারে।
‘২৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হাজী কামাল উদ্দিন কাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে জানান, ‘আমি নিজেও খাজে দেওয়ানের বাসিন্দা আর আমি সব সময় খাজে দেওয়ান ২য় লেন যুব সংঘের প্রোগ্রামে উপস্তিত থাকার চেষ্টা করি কারণ তারা খুব একটিভ ও যেকোন দূর্যোগ মোকাবিলা করতে তারা পূর্ব প্রস্তুত থাকে। আমি মনে করি তারা যদি তাদের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করতে পারে তাহলে ইনশাআল্লাহ তারা ডেঙ্গু প্রকোপ থেকে সমস্ত এলাকাকে রক্ষা করতে পারবে।
‘এলাকাবাসীর ভাষ্যমতে মাত্র ১ বছরের মধ্যে এই সংগঠনের যুবকরা সমস্ত এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে, চালানো হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, করোনা ভাইরাস থেকে বাচার জন্য নেয়া হয়েছে নানামুখী পদক্ষেপ, নিজস্ব অর্থায়নে দেয়া হয়েছে প্রায় ৫৫০ পরিবারকে খাদ্য সামগ্রী।
বর্তমানে পুরান ঢাকার প্রথম সারির সংগঠনগুলোর মধ্যে অন্যতম নাম খাজে দেওয়ান ২য় লেন যুব সংঘ।
Leave a Reply