নতুন প্রজন্মের এয়ারপডসের পাশাপাশি হেডফোনও আনতে যাচ্ছে অ্যাপল।
নয়েজ ক্যান্সিলিং ডিভাইসটির নাম হবে এয়ারপডস স্টুডিও। দাম হবে ৩৪৯ ডলারের (২৯ হাজার ৩১৬ টাকা) আশেপাশে। এসব তথ্য টুইটারে জানিয়েছেন টিপস্টার জন প্রোসার।
এর আগে কখনও ওভার-দ্য-এয়ার হেডফোন আনেনি অ্যাপল। একই সঙ্গে দেখা মিলবে অ্যাপলের ব্লুটুথ ট্র্যাকার এয়ার ট্যাগসের।
ডিভাইসটির এয়ারকাপ ও হেডব্যান্ডটি যুক্ত থাকবে চুম্বকের সঙ্গে। তাই যখন খুশি এগুলো পরিবর্তন করা যাবে। এখন পর্যন্ত অন্য কোনো হেডফোন নির্মাতা কোস্পানি দুটি অংশই একসঙ্গে পরিবর্তনের সুযোগ দেয়নি।
বাজারে আসলে এয়ারপডস স্টুডিওকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বোস ৭০০ ও সনি ডাবলুএইচ-১০০০এক্সএম৪ এর সঙ্গে।
আগামী মাসে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডাবলুডাবলুডিসি) হেডফোনটি উন্মোচন করা হবে।
আগামী ২২ জুন থেকে অনলাইনে শুরু হবে ডাবলুডাবলুডিসি। এই সম্মেলনে বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়ার পণ্য সম্পর্কে ঘোষণা দেবে অ্যাপল। প্রথমবারের মতো এবার সব ডেভেলপারদেরই কনফারেন্সটিতে বিনামূল্যে অংশ নিতে পারবেন।
Leave a Reply