1. taskin.anas@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
  2. raselripe@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  3. vhsadmin@thedhakapress.com : :
বিনা ভাড়ায় চিকিৎসকদের পরিবহন সেবা দেবে ক্র্যাক প্লাটুন — The Dhaka Press
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধান খবর
টয়োটা গাড়ির বিক্রয়োত্তর সেবায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করায় বোর্ডের পদত্যাগ দাবি করেছে ওপেনএআই স্টাফ স্যাম অল্টম্যান যোগ দিচ্ছেন মাইক্রোসফটে দাম কমলো সোনার বাংলাদেশে আইইএলটিএসর ‘ওয়ান স্কিল রিটেক’ চালু নিজস্ব প্রতিবেদক মুকেশ আম্বানির উত্তরাধিকার, রিলায়েন্সের পর্ষদে নিয়োগ পেলো তিন সন্তান ঢাবিতে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্সে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নতুন বছরের শুরুতেই কেন ইলন মাস্ক হারালেন ২০০ বিলিয়ন ডলার? যেভাবে ভ্রমণ করবেন ঢাকা-কলকাতার রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে  স্মার্টফোন নির্দিষ্ট সময়ে বন্ধ করবেন যেভাবে

বিনা ভাড়ায় চিকিৎসকদের পরিবহন সেবা দেবে ক্র্যাক প্লাটুন

  • বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চলছে সাধারণ ছুটি। রয়েছে যান চলাচল বন্ধ। এ সংকটে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বিনা ভাড়ায় হাসপাতালে যাতায়াতের ব্যবস্থা করতে রাজধানীতে নেমেছে ‘ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা’। শহরের প্রায় ৪০টি হাসপাতাল আওতায় এনে ১২টি মাইক্রোবাস এবং চারটি বাস নিয়ে সেবাটি চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান বন্ডস্টাইন এবং স্বেচ্ছাসেবী সংগঠন দ্য আর্থ।

বুধবার (০১ এপ্রিল) থেকে রাজধানীজুড়ে আটটি গন্তব্য লক্ষ্য রেখে প্রতিটির জন্য দুইটি রুট হিসেবে মোট ১৬টি রুটে যাতায়াত শুরু করে ক্র্যাক প্লাটুনের পরিবহন বহর। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ক্র্যাক প্লাটুনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী। সেদিনই পুরো কার্যক্রমের পরীক্ষামূলক পরিবহন এবং সমন্বয় পরীক্ষা সম্পন্ন হয়। সাধারণ ছুটির সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিবহনজনিত সমস্যা লাঘব করতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ও তত্ত্বাবধানে এ সেবা চলছে।

বন্ডস্টাইন এবং দ্য আর্থ-এর এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা করছে ডিবিএল ফার্মাসিউটিক্যালস। এছাড়া এতে গ্লোবাল শেপার্স ঢাকা হাবের সহায়তা এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা রয়েছে করোনা প্রতিরোধ সংঘের। বন্ডস্টাইন টেকনোলজিসের পরিচালক যাফির শাফিঈ চৌধুরী বলেন, আমাদের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম এবং দ্য আর্থ-এর সহ-প্রতিষ্ঠাতা সাদেকুল আরেফিন মিলে একদিন চিকিৎসকদের যাতায়াতের সমস্যা নিয়ে ফেসবুকে আসা বিভিন্ন পোস্ট দেখতে পাই। গণপরিবহণ বন্ধ থাকায় অনেক চিকিৎসককেই বাসা থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে বাসায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। আমরা ভাবতে শুরু করি, তাদের জন্য কী করা যায়। কারণ এই সময়ে হাসপাতালে চিকিৎসকদের সংকট কোনোভাবেই কাম্য নয়। তখন আমাদের মধ্যে প্রযুক্তি পরিচালিত বিনামূল্যে একটি পরিবহন ব্যবস্থার আইডিয়া আসে। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা প্রকল্পটির নাম দিই ‘ক্র্যাক প্লাটুন’।

১। উত্তরা-মতিঝিল, ২। মতিঝিল-উত্তরা, ৩। মিরপুর-শাহবাগ, ৪।শাহবাগ-মিরপুর, ৫। কুড়িল-যাত্রাবাড়ি, ৬। যাত্রাবাড়ি-কুড়িল, ৭। মিরপুর ১০-ডিএমসি, ৮। ডিএমসি-মিরপুর ১০, ৯। উত্তরা-মিরপুর, ১০। মিরপুর-উত্তরা, ১১। শ্যামলী-বাড্ডা, ১২। বাড্ডা-শ্যামলী, ১৩। আজিমপুর-উত্তরা, ১৪। উত্তরা-মিটফোর্ড, ১৫। যাত্রাবাড়ি-ধানমন্ডি, ১৬। গোপীবাগ-মহাখালী

আপনার জন্য প্রযোজ্য রুটটি ছবি থেকে দেখে বা নিচের লিংকে গিয়ে খুঁজে নিন।
রুট ম্যাপ লিংক- bit.ly/crackplatoonroutes

দ্য আর্থ-এর সাদেকুল আরেফিন বলেন, আমাদের এই আইডিয়া বাস্তবে সফল করতে সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে এগিয়ে এসেছে ডিবিএল ফার্মাসিউটিক্যালস। এছাড়া যেহেতু আমাদের গাড়িগুলোতে চিকিৎসকরা পরিবহন করবেন, তাই প্রতিবার পিক অ্যান্ড ড্রপের পর এগুলোকে জীবাণুনাশক দিয়ে যথাযথভাবে পরিষ্কার করা হবে। আর এই কাজে আমাদের সহায়তা দিচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি উদ্যোগ গ্লোবাল শেপার্স ঢাকা হাব। তিনি বলেন, আমরা ঢাকা শহরের প্রায় ৪০ থেকে ৫০টি হাসপাতালকে প্রথমে টার্গেট করেছি। এছাড়া প্রতিবার পরিবহনকালে যেন চিকিৎসকদের মাঝেও সামাজিক দূরত্ব বজায় থাকে, সেজন্য বাস ও মাইক্রোবাসের ধারণ ক্ষমতার তুলনায় কম যাত্রী আমরা পরিবহন করব। ১২ জন ধারণ ক্ষমতার প্রতিটি মাইক্রোতে পাঁচজন এবং ২৭ জন ধারণ ক্ষমতার প্রতিটি বাসে ১২ থেকে ১৪ জনকে পৌঁছে দেওয়া হবে। এ হিসেবে প্রতিবার ১০৮ থেকে ১১৬ জন চিকিৎসক পরিবহনের সক্ষমতা আছে আমাদের। আমরা আশা করছি আরও পৃষ্ঠপোষকতা পাব। পেলে ক্র্যাক প্ল্যাটুনে পরিবহন সংখ্যাও বাড়বে। প্রতিদিন তিন সময়ে চিকিৎসকদের আনা-নেওয়া করা হবে জানিয়েছেন বন্ডস্টাইনের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম। প্রতিদিন সকাল ৮টা, দুপুর ২টা এবং রাত ৮টা; এই তিন শিফটে চলাচল করবে পরিবহনগুলো। ক্র্যাক প্লাটুনের পরিবহনগুলোর সঙ্গে চিকিৎসকদের যুক্ত করতে গুগলের পাশাপাশি কাজ করবে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযুক্তি টুলস ‘ইয়েলো বক্স’ও। শাহরুখ ইসলাম বলেন, চিকিৎসকরা গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করবেন। সেখানেই তারা তাদের পরিবহনে ওঠার এবং নামার স্থান নির্ধারণ করে দেবেন। তাদের সঙ্গে পরিবহনগুলোর সমন্বয় করিয়ে দিতে এবং পরিবহনগুলোকে লাইভ ট্র্যাকিং করার জন্য থাকবে ইয়েলো বক্স। এছাড়া এরইমধ্যে আমাদের এখানে ২৫০ জনের অধিক চিকিৎসক নিবন্ধন করেছেন। শুধু রুটিন পরিবহনই না, বরং জরুরি প্রয়োজনেও, চিকিৎসকের সংখ্যা একজন হলেও তার যাতায়াতে থাকবে ক্র্যাক প্লাটুন। এরজন ২৪ ঘণ্টা সচল থাকা একটি হটলাইন নম্বর (০৯৬৩৯৫৯৫৯৫৯) এবং কল সেন্টারও নিজস্ব প্রযুক্তিতে পরিচালনা করবে বন্ডস্টাইন।

ক্র্যাক প্লাটুনে চিকিৎসক হিসেবে নিবন্ধনের লিঙ্ক এটা- bit.ly/crackplatoontransport আর পরিবহণগুলোর রুট এবং সর্বশেষ তথ্য দিতে থাকছে আরও একটি ওয়েবসাইট। bit.ly/crackplatoonroutes এই লিঙ্ক থেকে চিকিৎসক নিজের জন্য প্রযোজ্য রুটও দেখতে পারবেন

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

office

34 nawab mansion dhanmondi dhaka

Contact

Email: tdpnewsroom@gmail.com

contact:01979899122

© All rights reserved 2020 thedhakapress

প্রযুক্তি ও কারিগরি সহায়তাঃ WWW.HOSTINGTA.COM

WP Radio
WP Radio
OFFLINE LIVE