সারা বিশ্বের মত দেশেও প্রচন্ড জনপ্রিয় টিকটক। এই অ্যাপের জনপ্রিয়তা বিশেষ করে টিন এজার থেকে মধ্যব্যয়স্কদের মধ্যে বেশ । সারা বিশ্ব যখন করোনায় আক্রান্ত তখন সব স্তরের মানুষেরাই চেস্টা করছেন নানা ধরনের পদক্ষেপ এর মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাড়ানোর।
শনিবার (০২ মে,২০২০) রাজশাহীর ১১ টি অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রি (ত্রাণ) পৌঁছে দিয়েছে। রাজশাহীর কমিউনিটি বেতার রেডিও পদ্মা ৯৯.০২ এফ এম এর থেকে ৫০ টি অসহায় পরিবার দেয়া লিস্ট থেকে ১০ টি পরিবারকে রাজশাহীর টিকটকাররা সাহায্য করেছে।
টিকটক রাজশাহী স্কোয়াড এর এডমিন মুতাসিম বিল্লাহ রিফাত বলেন, আমাদের এই টিকটক এর ক্ষুদ্র ফ্যানব্যাজ থেকেই যতটুকু পেরেছি সাহায্য করেছি। অন্যদিকে আরেক এডমিন ফারিয়া ফেরদৌস বর্ষা বলেন, আমাদের ইচ্ছা আছে এই রমজান মাসেই আমরা আরো পরিবারের কে সাহায্য করবো, পথে ইফতার বিতরণ ও কিছু পরিবার কে ঈদের খাবার প্যাকেজ দিব।
অন্য এডমিন জুবায়ের হোসেন আপন জানায়, আমাদের দেয়া ফেসবুক পোষ্ট থেকেই আমরা অনেক সারা পেয়েছি। আমরা এইভাবেই যেন সবাইকে সব সময় পাই। এটাই আমাদের চাওয়া।
Leave a Reply