সম্প্রতি অনেকটা নিভৃতেই স্যামসাং তাদের নতুন এয়ারবাড বা হেডফোন AKG N400 এর বাজারে আসার কথা ঘোষণা করেছে একটি ওয়েবপোর্টাল টিজেডহেল্প এর মাধ্যমে।
পোর্টালটির মতে নতুন এই এয়ারবাডটিতে থাকছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা এবং এটি প্রতিচার্জে একটানা ৫/৬ ঘন্টার মত সেবা দিতে সক্ষম।
এয়ারবাডটিতে আইপি*৭ (IP*7) মানের পানি নিরোধী সুবিধার পাশাপাশি থাকছে গুগল এসিসট্যান্স, বিক্সবাই ভয়েচ এসিস্ট্যান্স এবং ওয়ারলেস চার্জিং। তবে সামস্যাং জানিয়েছে ভয়েস ক্যান্সেলেশন সার্ভিসটি বন্ধ করে রাখলে AKG প্রায় এগার ঘন্টার মত সার্ভিস দিতে সক্ষম। মজার বিষয় হল ঠিক একই রকম স্পেসিফিকেশনের একটা এয়ারবাড তারা অল্পকিছু দিন আগেই বাজারে এনেছিল যার নাম ‘গ্যালাক্সি বাড প্লাস’।
AKG N400 এর দাম ধরা হয়েছে ১৮৭ মার্কিন ডলার এবং দুঃখের বিষয় হল এই মুহূর্তে পণ্যটি পেতে হলে আপনাকে সুদূর দক্ষিণ কোরিয়াতে পাড়ি জমাতে হবে। কবে নাগাদ এটি আন্তর্জাতিক বাজারে আসবে সে বিষয়ে রিপোর্টটি লেখা পর্যন্ত স্যামসাং কিছু জানায় নি।
Leave a Reply