গত সপ্তাহে রিয়েলমি মাদের নিজস্ব সাব-ব্র্যান্ড ‘ডি’ এর উন্মোচন সম্পর্কে পরিকল্পনা প্রকাশ করেছিলো। মঙ্গলবার সাব-ব্র্যান্ডটি ‘ডিজো’ নামে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। খবর জিএসএম এরিনা। ডিজো মূলত স্মার্টফোন, স্মার্ট কেয়ার, অ্যাক্সেসরিজ এবং স্মার্ট এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির পণ্য তৈরি করবে। রিয়েলমির সাপ্লাই চেইন, এআইওটি অভিজ্ঞতা ও ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনকে কাজে লাগিয়ে এসব পণ্য তৈরি ও সরবরাহ করা হবে। নতুন সাব-ব্র্যান্ডটি ভারতে রিয়েলমির বিস্তৃত বিক্রয়োত্তর সেবা সুবিধা পাবে। ভারতে অন্তত ৩১০টি শহরে ৩২০টির অধিক সেবাকেন্দ্র রয়েছে। রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাধব শেঠ বলেন, গ্রাহকদেরকে উদ্ভাবনী ও বিবিধ এআইওটি সেবা দেয়ার লক্ষে ডিজো যাত্রা শুরু করছে। এটি গ্রাহকদের স্মার্ট, কর্মক্ষম এবং আন্ত:সংযুক্ত জীবনের অভিজ্ঞতা দেবে। রিয়েলমি টেকলাইফ ইকোসিস্টেমের প্রথম ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের জন্য ইতিমধ্যেই বেশকিছু পণ্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন মাধব শেঠ। যদিও কী কী পণ্য আসছে সেটি এখনও জানানো হয়নি। শিগগিরই ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ কোরিয়াতে পৌঁছে যেতে চায় নতুন সাব-ব্র্যান্ডটি।
Leave a Reply