গুগল ম্যাপের স্ট্যাবল ও বেটা সংস্করণ উন্মুক্ত করেছে গুগল।
প্লেস্টোর থেকে ব্যবহারকারীরা স্ট্যাবল সংস্করণটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। তবে বেটা সংস্করণ ব্যবহার করতে চাইলে আগে টেস্টিং প্রোগামে রেজিস্টার করতে হবে।
গুগল ম্যাপের স্ট্যাবল সংস্করণটি ১০.৪০.২। গত মাসে উন্মুক্ত ১০.৪০.১ সংস্করণের সঙ্গে এর খুব সামান্য পার্থক্যই আছে। নতুন আপডেটে শুধু বাগ ফিক্স করা হয়েছে।
অ্যান্ড্রয়েড অটো ওএস ব্যবহারকারীরা গুগল ম্যাপ ব্যবহারে সমস্যায় পড়ছিলেন। ভয়েস গাইডেন্সে কথা ভেঙে ভেঙে আসছিলো। নতুন আপডেটে এ সমস্যার সমাধান দেওয়া হতে পারে।
এছাড়াও, অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীদের অন্যতম জনপ্রিয় অ্যাপ ওয়েজেরও বেটা সংস্করণ ৪.৬২.০.৪ উন্মুক্ত করেছে গুগল। অ্যাপটি ব্যবহার করে চালকরা ম্যাপেই দেখে নিতে পারেন কোন রাস্তায় জ্যাম আছে। ফলে যানজট এড়িয়ে সহজেই অন্য রাস্তায় গন্তব্যে পৌঁছানো যায়।
Leave a Reply