প্রস্তাবিত ‘ক্লাস-অ্যাকশন’ মামলার মুখে পড়তেই হচ্ছে অ্যাপলকে। অ্যাপলের বিরুদ্ধে এই মামলার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্যের নরউইচের নরফক পেনশন ফান্ডের পরিচালনার দায়িত্বে থাকা নরফক কাউন্টি কাউন্সিল।
চীনে আইফোনের চাহিদা কমা নিয়ে প্রধান নির্বাহী টিম কুকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শেয়ারধারীরা শত কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়ায় এই মামলাটি করা হচ্ছে।
মার্কিন জেলা বিচারক ইওভন গঞ্জালেজ রজার্স বলেছেন, ২০১৮ সালের ১ নভেম্বর কুকের ওই মন্তব্যের প্রেক্ষিতে মামলা করতে পারেন যুক্তরাজ্যের অবসর ভাতা তহবিল নেতৃত্বাধীন শেয়ারধারীরা।
২৩ পাতার সিদ্ধান্তে রজার্স জানিয়েছেন, চীন নিয়ে বিশ্লেষকের ডাকের প্রেক্ষিতে কুকের বিবৃতিকে বস্তুগতভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে অভিযোগ করেছেন শেয়ারধারীরা।
রজার্স আরও বলেছেন, চীনে অ্যাপল যে “সমস্যাগুলোর লক্ষণ” দেখা শুরু করেছিলো কুক সম্ভবত সেগুলো নিয়ে বিস্তারিত জানতেন না। এতে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে যে, তিনি হয়তো বাণিজ্যিক দ্বন্দ্ব এবং অ্যাপলের ওপর এর প্রভাব নিয়ে অন্ধকারে ছিলেন।
Leave a Reply