পুত্র সন্তানের কামনায় ওঝার পরামর্শে ছয় বছরের কন্যার গলা কেটে হত্যা করেছে এক ব্যক্তি। এই ঘটনা ভারতের ঝাড়কণ্ডের রাঁচির লোহারডাগার পেশরার ব্লকে। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত সুমন নেগাসিয়া নামের ওই ব্যক্তি পেশায় মজুর। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক ওঝার সঙ্গে পরিচয় হয় তার। ওঝা পুত্র সন্তান পেতে তাকে কন্যাকে খুনের পরামর্শ দেয়। জানা গেছে, এই নৃশংস ঘটনার সময় হতভাগ্য মেয়েটির মা তার বাবার বাড়িতে ছিলেন। ইতোমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নিহত শিশুর দেহ ময়নাতদন্তের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওঝার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। সেইসঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
Leave a Reply