মহামারি করোনা ভাইরাসে বেকার হয়ে যাওয়া মুসলিমরাদের পোপ ফ্রান্সিসের গঠন করা ফান্ড থেকে সহায়তা দেয়া হবে। ইতালির রাজধানী রোমের অসহায় মানুষদের জন্য পোপ ফ্রান্সিস যে ফান্ড গঠন করেছেন। ‘রোমে বসবাস করা অভাবী মুসলমানদের অবশ্যই ফান্ডে অন্তর্ভুক্ত করা হবে,’ জানিয়ে পাসকোলে মারানো নামের এক কর্মকর্তা আরব নিউজকে বলেন, ‘মহামারীর সময়ে অনেক মুসলমান চাকরি হারিয়েছেন। কারণ তারা স্থায়ী চাকরি করতেন না। এইসব মানুষকেও আমরা সাহায্য করবো।’
রোম প্রশাসনের কাছে লেখা চিঠিতে পোপ ফ্রান্সিসও একই কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, কঠিন এই সময়ে যে ধর্মের মানুষই হোক না কেন, সবাইকে ফান্ড থেকে সহায়তা করা হবে।
মারানো বলেন, ‘চ্যারিটির কোনো ধর্ম নেই। ইতালিজুড়ে পুরো রমজান মাসে মুসলিমদের সাহায্য করা হয়েছে। কখনো জিজ্ঞেস করা হয়নি কার কী ধর্ম।’
পোপের পক্ষ থেকে পরিচালিত ফ্রি কিচেনে অনেক মানুষ প্রতিদিন খেতে যান। মারানো জানালেন, কয়েক সপ্তাহ ধরে সেখানে আশ্রয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরব নিউজ জানিয়েছে, অসহায় মানুষদের সাহায্য করতে পোপ ১.১৩ মিলিয়ন ডলারের তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন।
Leave a Reply