সুন্দরবনে পথ হারিয়ে ফেলা ৬ কিশোরের কল গ্রহণ করে উদ্ধার হওয়া পর্যন্ত সার্বিক সহযোগিতা করায় পুরস্কৃত করা হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল টেকার পপি আক্তারকে।
মঙ্গলবার (২জুন) তার এই চেষ্টা আর আন্তরিকতাকে আরও উৎসাহীত করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর অ্যাডিশনাল ডিআইজি তবারক উল্লাহ বিপিএম তাকে ক্রেস্ট প্রদান করেন ।
গত ২৭ তারিখে সুন্দরবনে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলে ৬ কিশোর। এরপর কল রিসিভ করে ঘটনার গুরুত্ব বুঝে তাদের উদ্ধারের ব্যবস্থা করতে তৎপর হয়ে উঠে কল টেকার পপি। শরণখোলা থানা, বন বিভাগ এবং এসপি বাগেরহাট কে জানানোর সাথে সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে থাকে তাদের সাথে। নানানভাবে তাদের কাছে থাকা মোবাইল ফোন ডিভাইস দিয়ে লোকেশন খুজেঁ বের করার চেষ্টা করেন। এক পর্যায়ে জানতে পারে কিশোরদের মোবাইলের ব্যালেন্স শেষ। সাথে সাথে কারও জন্য অপেক্ষা না করে নিজের পকেট থেকে টাকা দিয়ে মোবাইল রিচার্জ করে দেয়। এরপর সকলের আন্তরিক প্রচেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার হয় আটকে পড়া সকল কিশোর।
Leave a Reply