হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই কোম্পানিকে সফটওয়্যারে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। অভ্যন্তরীণ একটি চিঠিতে এই পরামর্শ প্রদান করা হয় বলে জানিয়েছে রয়টার্স। যেহেতু সফটওয়্যারটি খাতটি যুক্তরাষ্ট্রের থেকে কিছুটা স্বাধীন তাই এই খাতে বিশ্বের শীর্ষস্থানে উঠতে কর্মীদের চ্যালেঞ্জ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর থেকে গত দুই বছরে হুয়াওয়ের হার্ডওয়্যার ব্যবসায় বড় ধরণের প্রভাব পড়েছে। আর তাই নিজেদের ব্যবসায়কে নতুন দিকে সম্প্রসারিত করতে কাজ করছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হওয়ায় বিশেষ অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ও নাগরিকরা হুয়াওয়ের সাথে কোনো ব্যবস্থা করতে পারছে না। ফলে বিশ্বের স্মার্টফোন ও ফাইভজি মার্কেটে বড় একটি অংশ হারায় হুয়াওয়ে। এছাড়া একাধিক দেশেও হুয়াওয়েকে নিষিদ্ধ করা হয়। বর্তমানে হুয়াওয়ে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমোনি’ নিয়ে কাজ করছে। আগামী সপ্তাহেই মোবাইল ফোনে এই অপারেটিং সিস্টেমটি দেখা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের মধ্যে অন্তত ৩০ কোটি মোবাইলে নতুন অপারেটিং সিস্টেমটি আনার পরিকল্পনা করেছে কোম্পাানিটি।
Leave a Reply