সিগন্যালের পর এবার নতুন সামাজিক যোগাযোগ অ্যাপ ‘ক্লাবহাউজ’ এর প্রচারণা চালালেন প্রযুক্তি বিলিয়নিয়ার ইলন মাস্ক। সোমবার টেসলা ও স্পেসএক্স প্রধান টুইটারে নতুন এই অ্যাপে যুক্ত থাকার ঘোষণা দিয়েছেন।
প্রাইভেসি ইস্যুতে সম্প্রতি মেসেজিং অ্যাপ সিগন্যালকে সমর্থন এমনকি এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়ে টুইট করেন ইলন মাস্ক। এখন তিনি আলফা এক্সপ্লোরেশন কোম্পানির অডিও-অনলি চ্যাট অ্যাপ ক্লাবহাউজের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
ক্লাবহাউব কী?
ক্লাবহাউজ হলো একটি ইনভাইট-অনলি অ্যাপ, ফলে এখানে যে কেউ চাইলেই আপনার সাথে চ্যাট করতে পারবে না যতোক্ষণ না আপনি তাকে অ্যাক্সেপ্ট করেন। এছাড়া এটি অডিও-ভিত্তিক সেবা, ফলে এখানে টেক্সট করা সম্ভব না। ক্লাবহাউজে একটি ভার্চুয়াল রুমে আমন্ত্রণ জানানো যায় যেখানে একটি পছন্দের বিষয়ে সবাই আলোচনা করেন।
Leave a Reply