করোনাভাইরাসের বিস্তার রোধ করতে হোম কোয়ারেন্টাইনের অংশ হিসাবে সারাদেশে চলছে সাধারণ ছুটি । ফলে ঘরবন্দির অংশ হিসাবে বন্ধ অফিস, কল-কারখানা, ভ্রমণ, বিনোদন সব বন্ধ যদিও এই সময়ে বেড়েছে ঘরে থেকে ইন্টারনেট ব্যবহার এর মাত্রা।
যার প্রভাব বাইরের সব কর্মকাণ্ডে পড়েছে ব্যাপকহারে। মানুষের এই ঘরে বসে থাকার প্রভাব বের করার জন্য ৬ ফেব্রুয়ারির আগের পাঁচ সপ্তায় মানুষের চলাচলের ডেটা পর্যালোচনা করে আদর্শমান ঠিক করে গুগল। এরপর দেখা হয় যে ২৯ মার্চ পর্যন্ত ওই বেসলাইন থেকে সূচকে কতটা হ্রাস বা বৃদ্ধি এসেছে।
সূচকগুলো হচ্ছে কেনাকাটা ও বিনোদন, মুদি ও ঔষধের দোকানে মানুষের ভিড়, পার্কে ভ্রমণ, বাস, ট্রাক ও ট্রেন স্টেশনে মানুষের যাতায়াত, কর্মক্ষেত্রে যাতায়াত এবং আবাসিক এলাকায় মানুষের আনাগোনা।
গুগলের সেই সমীক্ষায় দেখা যায়, কেনাকাটা ও বিনোদন কমেছে ৬৮ শতাংশ। মুদি ও ঔষধের দোকানে মানুষের ভিড় কমেছে ৪৬ শতাংশ। পার্কে ভ্রমণ কমেছে ২৬ শতাংশ। বাস ও ট্রেন স্টেশনে মানুষের যাতায়াত কমেছে ৬৬ শতাংশ। কর্মক্ষেত্রে যাতায়াত কমেছে ৬০ শতাংশ। আবাসিক এলাকায় মানুষের আনাগোনা বেড়েছে ২৪ শতাংশ।
Leave a Reply