করোনাভাইরাস চিকিৎসায় প্লাজমা দাতা ও গ্রহীতাদের জন্য ডিজিটাল প্লাটফর্ম ‘সহযোদ্ধা’ উদ্বোধন করা হয়েছে।
দেশে প্লাটফর্মটি আনলো সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, স্বাস্থ্য সেবা অধিদপ্তর, এটুআই, ইনোভেশন ল্যাব এবং বেসরকারি প্রতিষ্ঠান ইজেনারেশন।
মঙ্গলবার(৯ জুন) বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলনে করে ‘সহযোদ্ধা’ প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়েছে।
প্লাজমা নেটওয়ার্ক ‘সহযোদ্ধা’ আগ্রহী প্লাজমা দাতা এবং গ্রহীতার মধ্যে সেতুবন্ধন ঘটিয়ে করোনা রোগীকে সুস্থ করে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
দেশের জনগণকে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ রাখতে সরকার নানাবিধ উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় এমন উদ্যোগ নিয়েছে।
যারা ইতিমধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তাদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করে চাহিদা মোতাবেক সেটি সরবরাহে স্বাস্থ্য খাতকে সহায়তা করবে প্ল্যাটফর্মটি।
আগ্রহী প্লাজমাদাতা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সহায়তায় জন্য তৈরি এই ডিজিটাল প্লাজমা ব্যাংকে নিবন্ধন করতে পারবেন। যদি ডাক্তার প্লাজমা থেরাপি দেয়ার পরামর্শ দেন তাহলে আক্রান্ত রোগীর জন্য প্লাটফর্মটিতে প্লাজমা খোঁজা এবং সংগ্রহ করার প্রয়োজনীয় সব সুবিধা থাকছে।
প্লাটফর্মটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে সহযোদ্ধা ওয়েবসাইট থেকে।
Leave a Reply