ফ্রিল্যান্সারদের আত্ম-পরিচয় সঙ্কট দূর করতে অল্প কয়েকদিনের মধ্যেই ভার্চুয়াল কার্ড দেয়া শুরু করবে আইসিটি বিভাগ। এই কার্ডের মাধ্যমে, হাইটেক পার্কের সুবিধা প্রপ্তির পাশাপাশি আয়ের ওপর ১০ শতাংশ ক্যাশ ইনসেন্টিভ পাবেন তারা। একইসঙ্গে একেকজন মুক্ত পেশাজীবি নিজেই একটি করে কোম্পানি গঠন করতে সক্ষম হবেন বলেও প্রত্যাশা করছে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার রাতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বেসিস আউটসোর্সি অ্যাওয়্যার্ড ২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে কার্ড পেতে অনলাইনে নাম নিবন্ধের জন্য ফ্রিল্যান্সারদের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠান স্থল গ্র্যান্ড বলরুম র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. কে. এম. রহমতুল্লাহ।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, মুশফিকুর রহমান, অনুষ্ঠানের আহ্বায়ক বেসিস পরিচালক রাশাদ কবির বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিজয়ীদের এমারির্জং প্রযক্তি নিয়ে কাজ করার আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী। বক্তব্যে প্রযুক্তির মাধ্যমে বঙ্গবন্ধুর বিকেন্দ্রীয়করণ দর্শন বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply