পরবর্তী প্রজন্মের উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে মাইক্রোসফট। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে সফটওয়্যার জায়ান্টটি। মঙ্গলবার কোম্পানির বিল্ড ২০২১ নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপনের সময় এই তথ্য জানানো হয়। খবর এনজ্যাগেট। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা জানান, গত এক দশকের মধ্যে উইন্ডোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে শিগগিরই আমরা তথ্য প্রকাশ করবো। এটি ডেভেলপার ও নির্মাতাদের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করবে। সত্য নাদেলা গত কয়েকমাস ধরে নিজেই অপারেটিং সিস্টেমটির পরবর্তী সংস্করণ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন। তিনি বলেন, পরবর্তী প্রজন্মের উইন্ডোজ নিয়ে আমি সত্যিই মুগ্ধ। নাদেলা আরও জানান, আমরা প্রত্যেক উইন্ডোজ ডেভেলপারের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবো। এছাড়া যারা অ্যাপ্লিকেশনকে তৈরি, সরবরাহ ও মানিটাইজেশনের জন্য নতুন, সবচেয়ে উদ্ভাবনী ও উন্মুক্ত প্লাটফর্ম খুঁজছেন সেইসব ক্রিয়েটরদেরকেও স্বাগত জানাই।
Leave a Reply