করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হওয়ার শঙ্কার পরিপ্রেক্ষিতে যেসব প্রবাসী বাংলাদেশি বিদেশ থেকে চলে আসবেন, তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ফেরার পর প্রবাসীরা যেনো দেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন, এজন্য পাঁচ থেকে সাত লাখ টাকা ঋণ সহায়তা দেওয়ার ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রনালয় বৈঠকে এই বিষয়ে একটি সিদ্ধান্ত হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি প্রবাসীকে বিমানবন্দরে পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা দেওয়া হবে। এছাড়া কেউ যদি করোনায় মারা যান, তবে তার পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম। এছাড়া নিজ নিজ মন্ত্রনালয়ের সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
Leave a Reply