আগামী ১ জুন থেকে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এরপর বন্ধ হয়ে যাবে অবৈধভাবে দেশে আসা মোবাইল হ্যান্ডসেট। আর জাতীয় পর্যায়ে মোবাইলে ফোন নিবন্ধনের এই প্রযুক্তি চালুর পর গ্রাহকের হাতে থাকা সচল হ্যান্ডসেটগুলো মোবাইল অপারেটররা নিজ উদ্যোগে নিবন্ধন করে নেবে। এর পর আর কোনো অনিবন্ধিত হ্যান্ডসেট বাংলাদেশে চলবে না।
বৃহস্পতিবার বিটিআরসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এমনটাই জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।
এসময় তিনি জানান, গত দেড় বছরে দেশে মোবাইল হ্যান্ডস্টে আমদানি হয়েছে সর্বমোট ১ কোটি ৬৩ লাখ। এর মধ্যে বিগত ৬ মাসে আমদানি হয়েছে ১৮ লক্ষ হ্যান্ডসেট।
অপরদিকে গত দেড় বছরে দেশেই উৎপাদিত হয়েছে ৩ কোটি ৩৮ লাখ হ্যান্ডসেট। এর মধ্যে ৬ মাসে সংযোজিত হয়েছে ১ কোটি ৬৮ লাখ হ্যান্ডসেট।
এছাড়াও বিটিআরসি’র ডেটাবেজে সংরক্ষিত হয়েছে সাড়ে ৪ কোটি আইএমইআই। আর এনইআইআর-এ সংরক্ষিত আছে ৭ কোটি ১৯ লাখ হ্যান্ডসেটের তথ্য।
Leave a Reply