সচরাচর গুগল সার্চ এবং ইউটিউবের পর এবার ‘ফ্যাক্ট চেকিং’ সুবিধাটি যুক্ত হলো গুগল ইমেজ সার্চ রেজাল্টে। এর ফলে সহজেই ভুয়া ছবি চেনা যাবে এবং অন্যদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকা সম্ভব হবে। খবর রয়টার্স।
যখন কোনো ভুয়া ছবিতে ক্লিক করা হবে তখন ডানপাশে বিস্তারিত থাকবে এবং এক বা একাধিক ভেরিফায়েড সূত্রের বরাত দিয়ে সেটি দেখানো হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ঐ সূত্রের লিংকও থাকবে।
গুগল এক্ষেত্রে তাদের ক্লেইমরিভিউ পদ্ধতি অবলম্বন করেছে, যেখানে পলিটিফ্যাক্টের মতো স্বাধীন এবং নির্ভরযোগ্য সূত্রকে ব্যবহার করে ফ্যাক্ট চেকিং দেখানো হবে।
আর কয়েকমাস পরেই যুক্তরাষ্ট্রের নির্বাচন। নির্বাচনের সময় ঘিরে ভুয়া ছবির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়ে থাকে। তাই একেবারে যথার্থ সময়েই এটি চালু করা হয়েছে বলে মনে করছেন অনেকেই।
Leave a Reply