প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে অ্যাপলের ডেভেলপার কনফারেন্সে (ডাব্লুডাব্লুডিসি) যোগ দেন হাজারো প্রযুক্তি প্রেমিরা। কিন্তু এবারের করোনা সেই সব আয়োজন করে দিয়েছে লন্ডভন্ড যার ফলে এবারের আয়োজন করা হয়েছে অনলাইনে।অ্যাপল ভক্তরা ইভেন্টটি সরাসরি ইউটিউবে দেখতে পারবেন।
ডাব্লু ডাব্লু ডিসি স্পেশাল ইভেন্ট এর ঠিকানায় ক্লিক করলে ইউটিউব ইভেন্ট শুরুর কথা মনে করিয়ে দেবে। এ জন্য ভিডিওর নিচের দিকে বাম পাশে রয়েছে সেট রিমাইন্ডার অপশনটি।
আগামী সোমবার রাত ১১ টায় ইউটিউব পেইজটিতে অ্যাপলের লাইভ শুরু হবে।অ্যাপল পার্কে অনুষ্ঠিতব্য এই ইভেন্ট অ্যাপল টিভি অ্যাপ, অ্যাপলের ওয়েবসাইট ও অ্যাপল ডেভেলপার অ্যাপ থেকেও দেখা যাবে।
প্রথমবারের মতো এবার সব ডেভেলপারদের জন্যই কনফারেন্সটি ফ্রি করে দেওয়া হয়েছে। গত বছর এই কনফারেন্সে যোগ দিতে ডেভেলপারদেরকে খরচ করতে হয়েছিলো ১৬শ’ ডলার। চাহিদা বেশি থাকায় টিকিট দেওয়া হয়েছিলো লটারি সিস্টেমের ভিত্তিতে।ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আয়োজিত এই সম্মেলনে প্রতি বছর অ্যাপলের সফটওয়্যার ও হার্ডওয়ার পণ্য সম্পর্কে জানানো হয়।
Leave a Reply