শাওমি তাদের সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যাংক উন্মোচন করেছে। এমআই পাওয়ার ব্যাংক ৩ মডেলের এই ডিভাইসটিতে রয়েছে ৩০,০০০ এমএএইচ ক্যাপাসিটি। এছাড়া রয়েছে ১৮ ওয়াটের আউটপুট এবং ২৪ ওয়াটের ইনপুট সুবিধা। খবর জিএসএম এরিনা।
এই ডিভাইসটি শাওমি এমআই ১০ এর মতো ডিভাইসকে সাড়ে চারবার এবং অপেক্ষাকৃত ছোট আইফোন এসইকে ১০ বারের অধিক চার্জ করতে সক্ষম হবে।
পাওয়ার ব্যাংকটিতে রয়েছে দুইটি ফুল সাইজের ইউএসবি-এ পোর্ট, একটি ইউএসবি-সি এবং একটি মাইক্রোইউএসবি। এর ইউএসবি-এ এবং ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াটের চার্জিং সুবিধা পাওয়া যাবে। ছোট গ্যাজেট যেমন স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারবার্ডের জন্য এতে রয়েছে লো-কারেন্ট মোড। পাওয়ার বাটনটিতে দুইবার চাপ সেটি সেটি সক্রিয় হবে।
এছাড়া ডিভাইসটি এর ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ২৪ ওয়াট চার্জিং সুবিধায় চার্জ নিতে পারে। যদি ব্যবহারকারী ৩০ ওয়াটের শাওমি ফাস্ট চার্জার ব্যবহার করেন তাহলে এটি সাড়ে ৭ ঘন্টায় ফুল চার্জ হবে। আর মাইক্রোইউএসবি পোর্টে চার্জিং ১৮ ওয়াটে সীমাবদ্ধ থাকছে।
পাওয়ার ব্যাংকটির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ২৪ ডলার।
Leave a Reply