জুমের প্রতিদন্দ্বিতা বাড়ার পর থেকে ডুয়োকে সুবিধাজনক পর্যায়ে নিতে তারাহুড়া লাগিয়ে দিয়েছে গুগল এরই ধারাবাহিকতায় গুগল ডুয়োতে লিংক শেয়ার সুবিধা যুক্ত করলো গুগল।
এখন থেকে ভিডিও কলিং অ্যাপ গুগল ডুয়োতে জুমের মতো লিঙ্ক শেয়ার করা যাবে।মে মাসেই গুগল ঘোষণা দিয়েছিলো গুগল ডুয়োতে ইনভাইট লিঙ্ক পাঠানোর সুবিধা আসছে। এবার ফিচারটি উন্মুক্ত হয়েছে। অ্যাপটির ভি৮৯ এর পরের সংস্করণগুলোতে ফিচারটি কাজ করবে।
এখন থেকে গুগল ডুয়োতে গ্রুপ খুললে একটি লিঙ্ক দেখা যাবে। এই লিঙ্ক কপি করে অন্যদের পাঠানো যাবে। তারা লিঙ্কটিতে ক্লিক করলে ডুয়ো চালু হবে এবং আগে থেকেই ভিডিও কলে থাকা বন্ধুদের দেখতে পারবেন।চাইলে লিঙ্কটি অন্যান্য অ্যাপেও শেয়ার করা যাবে। তবে আপাতত শুধু মোবাইলেই লিঙ্কটি কাজ করবে।
যদিও ডেক্সটপে ফিচারটি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।গুগল ডুয়ো চালু হয় ২০১৬ সালে। জনপ্রিয় সেবাটি অ্যান্ড্রয়েড ফোনে প্রি-ইনস্টল্ড থাকে। ডুয়োর ভিডিও কলে সর্বোচ্চ ১২ জন একসঙ্গে যোগ দিতে পারেন। প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম জুমের জনপ্রিয়তা বাড়ার পরপরই সর্বোচ্চ ১২ জনকে গ্রুপ কলে কথা বলার সুযোগ দেয় গুগল।
Leave a Reply