দেশব্যাপি করোনা মহামারী ছড়িয়ে পড়ায় চলমান লকডাউনে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো পোশাক, বই, ইলেক্ট্রনিক্স সামগ্রী ও রেঁস্তোরার তৈরি খাবার অনলাইনে বিক্রি ও ডেলিভারির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
অনলাইন পোশাক বিক্রেতাদের বিপুল পরিমাণ মজুদপণ্যের বিষয়ে অবগত করে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাব।
পরে চিঠির ভিত্ততে বাণিজ্য মন্ত্রণালয়ের জারিকৃত ঐ নির্দেশনায় ঈদকে সামনে রেখে পোশাকসহ উপরোক্ত পণ্যসমূহের অনলাইন বাণিজ্য অনুমোদন দেয়া হয়।
ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানসমূহকে ই-ক্যাব থেকে স্টিকার ও প্রত্যয়নপত্র সংগ্রহ করে অনুমোদিত পণ্যের বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি ।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঐ নির্দেশনায় অনুমতি দেয়া হয় শুধুমাত্র খাবারের হোম ডেলিভারি দেয়ার জন্য কিচেন খোলার । সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইনে অর্ডারকৃত এসকল পণ্য স্বাস্থ্যবিধি মেনে বিক্রয় ও ডেলিভারি করতে বলা হয়।
ব্যবসায়ীদের কথা চিন্তা করে ই-ক্যাব বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করলে এমন অনুমতি দেয়।
ওই নির্দেশনায় রেস্টুরেন্ট সম্পর্কে বলা হয়, রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, শুধুমাত্র হোম ডেলিভারির জন্য এই অনুমতি দেয়া হলো।
এছাড়া ফুড ডেলিভারি কোম্পানির ডেলিভারিম্যানদের রেঁস্তোরার ভেতরে প্রবেশ করতে নিষেধ করা হয়। যেসব খবাার ডেলিভারি কোম্পানি মন্ত্রণালয়ের বিশেষ বিধিমালা মেনে চলতে অঙ্গীকারপত্র জমা দিয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই অনুমতি প্রযোজ্য হবে।
Leave a Reply