জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে পাকিস্তানের কূটনৈতিককে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত। নয়াদিল্লিতে থাকা পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে শনিবার (১৪ নভেম্বর) ডাকে দেশটির সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল বরাবর পাকিস্তানি বাহিনীর ভারী গোলা নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানাতেই পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়। সীমান্তে দু’দেশের পাল্টাপাল্টি হামলায় দু’দেশের সেনা এবং বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১৭ জন নিহত হন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি বাহিনী কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে হামলা চালায়। উসকানি ছাড়াই পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এর ব্যাখ্যা জানতে চাওয়া হয়। আরো পড়ুন: যুদ্ধে জড়াচ্ছে ভারত-পাকিস্তান সীমান্ত অতিক্রম করে ভারতে সন্ত্রাসীদের অনুপ্রবেশের বিষয়টি পাকিস্তান এখনো সমর্থন করে যাওয়ায় এ ব্যাপারে নয়াদিল্লি প্রতিবাদ জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতবিরোধী সন্ত্রাসীদের পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে পাকিস্তান অঙ্গীকার করেছিল। সেই অঙ্গীকারের কথা পাকিস্তানকে আবার মনে করিয়ে দেওয়া হয়েছে। ভারতের ভাষ্য, ১৩ নভেম্বরের হামলায় তাদের পাঁচজন সেনা ও চারজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। জবাবে পাকিস্তানি হামলার সমুচিত দেয়ার দাবি নয়াদিল্লির। পাকিস্তানের ছয় থেকে সাতজন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।
Leave a Reply