1. taskin.anas@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
  2. mdkawsar8297@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
হ্যাকের ঝুঁকিতে কয়েক লাখ আইফোন ইউজার — The Dhaka Press
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

হ্যাকের ঝুঁকিতে কয়েক লাখ আইফোন ইউজার

  • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ১১৯ বার পড়া হয়েছে

সারা বিশ্বে করোনার থাবা তবুও এইতো কিছুদিন আগেই লঞ্চ হলো আইফোনের নতুন হ্যান্ডসেট আইফোন এসই ২। এত প্রতিকুল পরিবেশে এলো আইফোন ইউজাররদের জন্য আবার নতুন এক দুঃসংবাদ। মোবাইল নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান জেকঅপস জানিয়েছে অসংখ্য আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা হ্যাকের ঝুঁকিতে রয়েছেন ।

আইফোন ও আইপ্যাডে থাকা মেইল অ্যাপে এমন একটা ত্রুটি রয়েছে যার মাধ্যমে হ্যাকাররা সহজেই ব্যবহারকারীদের সব তথ্য হাতিয়ে নিতে পারবে বলে জানায় প্রতিষ্ঠানতি।

মোবাইল নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানতি জানায়,ত্রুটিটি এমনভাবে রয়েছে যেখানে হ্যাকরার সংবেদনশীল সব তথ্য সহজেই হাতিয়ে নিতে পারবে। 

গত মার্চে জেকঅপস প্রথম ওই ত্রুটির বিষয়টি সামনে আনে। তার আগে অ্যাপলও ত্রুটিটির বিষয়ে কিছুই টের পায়নি বলে জানা যায়। 

এই ত্রুটিটি কাজে লাগাতে হ্যাকাররা আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীদের মেইল অ্যাকাউন্টে  আপাতদৃষ্টিতে একটি ফাঁকা এসএমএস পাঠাতো। ইমেলটি খোলার পরে এটি মেইল অ্যাপকে ক্র্যাশ করে ব্যবহারকারীকে রিবুট করতে বাধ্য করত। রিবুট করার সময়, হ্যাকাররা ডিভাইসের তথ্য অ্যাক্সেস করতে সক্ষম হয়।

এটি করতে হ্যাকারদের বেগ বেশি পেতে হয় না, কারণ তাদের ম্যালওয়্যার বা অন্য কোনো ফাইল ছড়িয়ে দেবার প্রয়োজন হয় না। 

প্রতিষ্ঠানটি বলছে, এটি এখন আইওএসের বর্তমানের সব সংস্করণে রয়েছে। 

ইতোমধ্যে হ্যাকাররা অ্যাপটিকে ব্যবহার করে উত্তম আমেরিকায় বড় ধরনের হ্যাকের ঘটনা ঘটিয়েছে। সেখানে অন্তত ৫০০ প্রতিষ্ঠানে তারা হামলা চালিয়েছে। এর বাইরে জাপানেরও বেশকিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্টে হামলা চালিয়ে তথ্য হাতিয়ে নিয়েছে।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো খবর

office

34 nawab mansion dhanmondi dhaka

Contact

Email: tdpnewsroom@gmail.com

contact:01979899122

© All rights reserved 2020 thedhakapress

প্রযুক্তি ও কারিগরি সহায়তাঃ WhatHappen